এলপিএলে ডেব্যু ম্যাচেই তাওহিদ হৃদয়ের ফিফটি

|

ছবি: সংগৃহীত

এলপিএলে নিজের ডেব্যু ম্যাচেই ফিফটি করেছেন বাংলাদেশের ক্রিকেটার তাওহিদ হৃদয়। তার ফিফটির কল্যাণে জাফনা কিংস পেয়েছে লড়াই করার মতো পুঁজি।

শুক্রবার (৩০ জুলাই) লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কলম্বো স্ট্রাইকার্স টসে জিতে ব্যাট করতে আমন্ত্রণ জানায় জাফনা কিংসকে। হৃদয়ের দল ব্যাট করতে নেমে ৪২ রানে দুই উইকেট হারায়। এরপর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। প্রিয়মল পেরেরা ও দুনিথ ভেলালাগের সঙ্গে দু’টি বড় জুটি (যথাক্রমে ৪১ ও ৫০ রান) গড়ে তোলেন এই ড্যাশিং ব্যাটার। দলীয় ১৫৭ রানে হৃদয় যখন আউট হন, তখন তার নামের পাশে ৫৪ রান। ৩৯ বলের মোকাবেলায় তার এ ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। এতে এলপিএলে নিজের অভিষেক ম্যাচেই ফিফটি হাঁকানোর গৌরব অর্জন করলেন বাংলাদেশী এ ব্যাটার।

জবাবে রান তাড়া করতে নেমে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) কলম্বো স্ট্রাইকার্স ২ উইকেট হারিয়ে করেছে ৬৮ রান (৭ ওভার)। বাবর আজম ওপেনে নেমে ৭ রানে আউট হয়েছেন। মারমুখী নিরোশান ডিকভেলা অপরাজিত রয়েছেন ২৩ বলে ৪৫ রান করে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply