কুমিল্লায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে মাসুম সরকার নামের আরেক ড্রেজার ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কার হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা পশ্চিমপড়া এলাকার আবু সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম ও তার সম্পর্কে চাচাতো ভাই জহির দীর্ঘদিন ধরে এলাকায় পৃথকভাবে মাটিকাটার ড্রেজার মেশিনের ব্যবসা করে আসছিল। গতকাল পূর্বশত্রুতার জের ধরে জহির মাসুম সরকারের ড্রেজার মেশিনের পাইপ ভেঙে ফেললে ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ায়। এরই সূত্র ধরে বিকেলে মাসুম এলাকায় ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে জহিরের নেতৃত্বে সংঘবদ্ধরা মাসুমের ওপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মাসুমকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল জানান, পূর্বশত্রুতার জেরে খুন হয়েছে মাসুম। তবে ঘাতকদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তবে এ বিষয়ে এখনওঁ কোনো লিখিত অভিযোগ পাওয়া জায়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply