চীনে বাস চালকের সাহসিকতায় রক্ষা পেলেন প্রবীণ ব্যক্তি, ভিডিও ভাইরাল

|

ছবি: সংগৃহীত

চীনের জিনানে বাস চালকের সাহসিকতায় রক্ষা পেলেন এক প্রবীণ ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই দৃশ্য। খবর সাংহাই আয়ের।

সম্প্রতি টাইফুন ডকসুরি’র তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের একাংশ। প্রবল বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। ভয়াবহ এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে জিনান শহরেও। এর মাঝেই, সাবধানে রাস্তা পার হচ্ছিলেন এক বাসচালক। পথে দেখতে পান ডুবে যাওয়া একটি গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছেন এক প্রবীণ ব্যক্তি। কিন্তু পানির তীব্র স্রোতে হাবুডুবু খাচ্ছেন তিনি। ঘটনাটি দেখে দ্রুত নেমে ওই ব্যক্তিকে উদ্ধার করেন বাস চালক।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে পুরো এ ঘটনা রেকর্ড হয়ে যায়, বাসের ড্যাশক্যাম আর ট্র্যাফিকের সিসিটিভিতে। যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সাহসী বাসচালক।

প্রসঙ্গত, টাইফুন ডকসুরি আঘাত হানার পর থেকে লণ্ডভণ্ড হয়ে গেছে চীনের রাজধানীসহ পাঁচটি প্রদেশ। ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাড়ে ৭ লাখের বেশি মানুষ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply