সোহরাওয়ার্দীতে চলছে বিএনপির সমাবেশ, জড়ো হয়েছে নেতাকর্মীরা

|

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির জনসমাবেশ। সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরের আগে থেকেই আসতে থাকেন নেতাকর্মীরা। এরইমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন তারা।

জনসমাবেশে যোগ দিতে মূলত দুপুর ১২টার পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় সরকারের পদত্যাগ দাবি করে মিছিলে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বলেন, আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে আবারও বলতে চাই, যে এক দফা কর্মসূচি আমরা দিয়েছি, সরকারের পতন, সেই সরকারের পতন ঘটিয়ে বাংলার সাধারণ জনগণ ও বিএনপি ঘরে ফিরবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত, ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের যে লড়াই চলছে, তা অব্যাহত থাকবে।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজন করা হয়েছে এই জনসমাবেশ। একই সাথে দেশের মহানগর ও জেলা সদরে এই কর্মসূচি পালন করছে বিএনপি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply