মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর থেকে একটি কাটা রাইফেল ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের উদ্দেশ্য ডাকাতি ছিল বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলো- উপজেলা মুন্সীরহাট এলাকার মোহাম্মদ বেপারীর ছেলে নূর মোহাম্মদ, চান্দু শেখের ছেলে দেলোয়ার শেখ ও হাকিম হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার।
মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
বিফ্রিংয়ে তারা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার শিবচর উপজেলার মুন্সীর হাট এলাকায় অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামি নূর হোসেন ও দেলোয়ার হোসেনকে আটক করে।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার হাজী জব্বার হাওলাদার কান্দি গ্রাম থেকে সালাউদ্দিন নামের অপর একজনকে আটক করে। এসময় সালাউদ্দিনের কাছ থেকে একটি কাটা রাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েকুজ্জামান জানান, আটককৃতরা ডাকাতি মামলার আসামি। ডাকাতির জন্যই তারা অস্ত্র সংগ্রহ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
Leave a reply