বাফুফের আবু নাঈম সোহাগের বিরুদ্ধে এবার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

|

ছবি: সংগৃহীত

এবার সই জালিয়াতির অভিযোগ উঠেছে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সাক্ষর জালিয়াতি করেছেন তিনি। ফিফা থেকে ফান্ড আনতেই নাকি এমনটা করেছিলেন ফিফা থেকে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক।

বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে অভিযোগের যেন অন্ত নেই। গত এপ্রিলে আর্থিক জালিয়াতির দায়ে সোহাগকে দুই বছর নিষিদ্ধ ও ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। অর্থ সংক্রান্ত বিষয়ে ফিফা থেকে দু’বছরের নিষেধাজ্ঞা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আজীবন নিষেধাজ্ঞার পর এবার সামনে এলো সাক্ষর জালিয়াতির মত বড় অপরাধের খবর।

ফিফার ফান্ড থেকে অর্থ আদায়ের কাগজপত্রে সাক্ষর রয়েছে কাজী সালাউদ্দিন ও আব্দুস সালাম মুর্শেদীর। তবে বাফুফের এক বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত করেছে, স্ক্যান করে বাফুফে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির সাক্ষর জালিয়াতি করেছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

ফিফার মতো প্রতিষ্ঠান থেকে ফান্ড আদায়ে সাক্ষর জালিয়াতি করেছেন সোহাগ, বাফুফে গঠিত কমিটির তদন্তে উঠে এসেছে এমন খবর। অথচ বাফুফের শীর্ষ পদে থেকে নিজেদের সাক্ষর জালিয়াতির খবর জানতেন না খোদ সভাপতি ও সিনিয়র সভাপতি। তাই প্রশ্ন ওঠে, সোহাগের ঘাড়ে বন্দুক রেখে এই দায় কতটা এড়াতে পারেন সালাউদ্দিন-সালাম মুর্শেদীরা?

এদিকে, নির্বাহী কমিটির কাছে আবু নাইম সোহাগের আজীবন নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে কাজী নাবিলের সভাপতিত্বে গড়া বাফুফের অধিকতর তদন্ত কমিটির রিপোর্টে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply