অনেকেরই শখ থাকে আইফোন কেনার। আইফোনের দাম আকাশচুম্বী হওয়ায়, অনেক মধ্যবিত্তদেরই তা কেনা সম্ভব হয়ে ওঠে না। শখের এই ফোন কিনতে কিডনি বিক্রি করারও ঘটনা রয়েছে। তবে এবার অভিযোগ, আইফোন কিনতে এক দম্পতি বিক্রি করেছেন নিজের সন্তানকে।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় ঘটেছে এমন ঘটনা। অভিযুক্ত ওই দম্পতির নাম জয়দেব ঘোষ এবং সাথী। অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে রিলস বানাতে আইফোন ১৪ কিনতে তারা সন্তানকে বিক্রি করেছেন।
অভিযুক্ত মা সাথী তার অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি জানান, তারা আইফোন দিয়ে ইন্সটাগ্রামে রিলস বানাতে এই দামি ফোন কেনার পরিকল্পনা করেন। এরপরেই তিনি ও তার স্বামী নিজের সন্তানকে বিক্রি করেন।
বিক্রি হওয়া শিশুকে একই জেলার বাসিন্দা প্রিয়াঙ্কা ঘোষের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে। শিশুটির মা ও প্রিয়াঙ্কা ঘোষকে পুলিশ জেলে পাঠিয়েছে। তবে শিশুটির বাবা এখন পলাতক আছেন। তাকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
এটিএম/
Leave a reply