মস্কো নিয়ন্ত্রিত দোনেৎস্কে আবারও ব্যাপক গোলাবর্ষণ হয়েছে। রোববার (৩০ জুলাই) এ হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। খবর রয়টার্সের।
তবে এ বিষয়ে মুখ খোলেনি কিয়েভ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরটির আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কোপন্থি স্থানীয় প্রশাসন।
অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে অঞ্চলটির মেয়র কুলেমজিন জানান, হামলায় আহত হয়েছে কমপক্ষে দু’জন। তিনি বলেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে এক শিশু ও এক নারীকে উদ্ধার করা হয়েছে।
এ হামলায় কোনো প্রাণহানি হয়নি। বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাসপাইপ লাইন। বিস্ফোরণের পর আগুনও ধরে যায় এক জায়গায়।
এটিএম/
Leave a reply