লিবিয়ায় বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

|

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,

ত্রিপলীর সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে লিবিয়ার সরকার State of Alert ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলীস্থ সকল প্রবাসী বাংলাদেশীকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো। বিশেষকরে ত্রিপলীর গাছর-বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাহউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবুসেলিমসহ অন্যান্য যুদ্ধ কবলিত এলাকাসমূহ পরিহার করার জন্য আহ্বান জানানো হলো।
এছাড়াও লিবিয়াস্থ প্রবাসীবৃন্দকে যেকোন জরুরী প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭ এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply