বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

|

ম্যাথিউ মিলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩১ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।

ঢাকায় বিরোধীদের আন্দোলন সম্পর্কে মিলারকে অবহিত করেন এক বাংলাদেশি সাংবাদিক। তিনি বলেন, বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় পুলিশ ও সরকারি দলের কর্মীরা। যাতে বিএনপির শীর্ষ নেতা গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেকে আহত হন। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী?

জবাবে বাংলাদেশের সরকারের প্রতি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান মিলার। বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে। একইসাথে দেশের মৌলিক আইনশৃঙ্খলার প্রতি সম্মান প্রদর্শন ও সহিংসতা থেকে দূরে থাকতে হবে সব পক্ষকে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply