আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো বৈঠকে তালেবান-যুক্তরাষ্ট্র

|

আফগানিস্তানে সরকার গঠনের পর প্রথমবারের মতো তালেবানের সাথে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয় ৩০ ও ৩১ জুলাই। মঙ্গলবার (১ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মানবাধিকার ও নড়বড়ে অর্থনৈতিক অবস্থা নিয়েই মূলত এ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আফগান প্রতিনিধি দলের সদস্য হিসেবে ছিলেন দেশটির অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকিসহ অর্থমন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে ১৫ সদস্যের মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের জন্য ওয়াশিংটনের বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট।

বৈঠকে নানা ইস্যুতে আলোচনা হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। তবে সবচেয়ে বেশি জোর দেয়া হয়, আফগান ব্যাংকের আমানত অবমুক্ত এবং আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিতে। এর পাশাপাশি দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়েও জোর দেয়া হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply