এখনও সংঘাত অব্যাহত লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে। টানা চারদিনের এ সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এখন পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন। খবর বিবিসির।
লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর নগরী সিডোনের আইন আল হিলওয়ে ক্যাম্পে এখনও অশান্ত পরিবেশ বিরাজ করছে। সোমবার (৩১ জুলাই) এলাকাটি অবরুদ্ধ করে ফেলে লেবাননের সেনারা। ক্যাম্পে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
এরই মধ্যে সহায়তা কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতিসংঘের সংস্থা। অনেক পরিবার এরই মধ্যে ক্যাম্প ছেড়ে পালিয়েছে। মসজিদের ভেতরেও আশ্রয় নিয়েছেন কেউ কেউ।
আইন-আল-হিলওয়াহ ক্যাম্পে গত শনিবার (২৯ জুলাই) সংঘাতের সূত্রপাত হয়। ফাতাহ সদস্যদের লক্ষ্য করে আততায়ীরা গুলি ছোঁড়ে বলে জানা গেছে। এতে সংঘাতে জড়ায় দু’পক্ষ। এ ঘটনায় হতাহতের মধ্যে রয়েছে শিশুরাও।
মূলত, ১৯৪৮ সালে নির্মিত হয় এই ক্যাম্পটি। এখানে প্রায় ৬৩ হাজার গৃহহীন ফিলিস্তিনি রয়েছেন।
এসজেড/
Leave a reply