ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন হাসান মাহমুদ

|

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ। বেশ ক’দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। রোববার (৩০ জুলাই) রাতে রক্তের নমুনা পরীক্ষা করতে দিলে ডেঙ্গু পজেটিভ হন এই পেসার।

বিসিবি সূত্রে জানা গেছে, রক্ত পরীক্ষায় হাসানের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল বিভাগ। প্লাটিলেটের সংখ্যা কম থাকলেও তা শঙ্কার মতো কিছু নয়। তাকে তাই বাসাতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি হাসান।

২৩ বছর বয়সী পেসার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। এখন পর্যন্ত ওয়ানডেতে ২০টি এবং টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট নিয়েছেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply