চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে টপকে লিওনেল মেসি সবচেয়ে বেশি রেকর্ডের মালিক বনে গেছেন। সর্বোচ্চ ৪১টি রেকর্ড গড়ার মধ্য দিয়ে গিনেস বুকের শীর্ষে ওঠে এসেছেন এই ফুটবল জাদুকর। খবর ডেইলি মেইলের।
মঙ্গলবার (১ আগস্ট) টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। সর্বোচ্চ ৪১টি রেকর্ড গড়ার মধ্য দিয়ে গিনেস বুকের এক নম্বরে ওঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা। তার চেয়ে একটি কম রেকর্ড নিয়ে সিআরসেভেনের অবস্থান দুইয়ে। এই তালিকার পরের তিনটি নাম যথাক্রমে রবার্ট লেভানদোভস্কি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র।
কিছুদিন পূর্বে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে টপকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর সুবাদে গিনেস বিশ্ব রেকর্ডে নাম তুলেছিলেন এই পর্তুগিজ সুপারস্টার। তবে এবার ভিন্ন এক রেকর্ডে রোনালদোকে টপকে গেছেন ইন্টার মায়ামির অধিনায়ক। ফুটবলারদের মধ্যে বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইন সবচেয়ে বেশি রেকর্ডের মালিক বনে গেছেন, যা তাকে গিনেস বুকের চূড়ায় উঠিয়ে দিয়েছে।
এদিকে, মঙ্গলবার (১ আগস্ট) অনুষ্ঠিত আরব ক্লাব চ্যাম্পিয়নশিপেও নতুন আরেকটি রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেডারে রেকর্ড ১৪৫ গোল করেছেন তিনি। তারচেয়ে একটি কম গোল নিয়ে এর পরের অবস্থানে আছেন জার্মানির গার্ড মুলার।
/এএম
Leave a reply