২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকান অঞ্চলে বাছাইপর্বের লড়াই শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর। এএস ডটকমের খবর।
৮ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে স্বাগতিক হয়ে ইকুয়েডরকে আতিথ্য দেবে লিওনেল স্কালোনির দল।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার দু’টি ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিওনেল মেসিদের দ্বিতীয় ম্যাচটি ১২ সেপ্টেম্বর বলিভিয়ার লা পাজে। প্রতিপক্ষ স্বাগতিকরাই।
আর্জেন্টিনা দলের পরের ম্যাচগুলোর প্রতিপক্ষও নির্ধারিত হয়েছে। তবে ম্যাচগুলোর দিনক্ষণ এখনও ঠিক হয়নি। অক্টোবরের দুই রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে ও পেরু। নভেম্বরের দুই রাউন্ডে প্যারাগুয়ে ও ব্রাজিলের মুখোমুখি হবে স্কালোনির দল।
আরও পড়ুন: রোনালদোকে টপকে গিনেস বুকে মেসি
/এম ই
Leave a reply