ফেরার লড়াই শুরু উইলিয়ামসনের

|

ছবি: সংগৃহীত

আইপিএলে পাওয়া চোট থেকে সুস্থ হয়ে উঠছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। লম্বা সময় পর ব্যাট হাতে নেটে ফিরেছেন। গত এপ্রিলে ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর তিনি এখন সেরে ওঠার পথে। দীর্ঘদিন পর নেটে ব্যাটিং করতে পেরে উচ্ছ্বসিত উইলিয়ামসন।

মঙ্গলবার (১ আগস্ট) দীর্ঘ বিরতি শেষে প্রথম ব্যাট হাতে নেটে যান তিনি। ব্যাটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেন, কয়েকটি থ্রো খেলার জন্য ব্যাট হাতে নেটে ফেরা দারুণ অনুভূতির।

ভারতের মাটিতে আগামী অক্টোবরে বসবে বিশ্বকাপের আসর। তার আগে উইলিয়ামসনের ব্যাটিংয়ে ফেরা নিউজিল্যান্ড দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।

ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গত ৩১ মার্চ আইপিএল এর উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময় উইলিয়ামসন গুরুতরভাবে চোট পেয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াডের একটি শট আটকানোর জন্য ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে লাফ দিয়ে ছক্কা বাঁচালেও তার ডান পায়ে বাজেভাবে আঘাত পান। এরপর আইপিএল শেষ হয়ে যায় এবং এপ্রিলে হাঁটুতে সার্জারি করার পর জুনে খবর বেরোয়, উইলিয়ামসনের বিশ্বকাপ শেষ।

উইলিয়ামসনের বিশ্বকাপ শেষ এমনটা শোনা গেলেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আশার কথা শোনানো হচ্ছিল। উইলিয়ামসনও বলে আসছিলেন, বিশ্বকাপ খেলতে লড়াই চালিয়ে যেতে চান তিনি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৬১ ম্যাচ খেলে ৪৭.৮৩ গড়ে ৬ হাজার ৫৫৪ রান করেছেন উইলিয়ামসন। তার নামের পাশে ১৩ সেঞ্চুরির সঙ্গে আছে ৪২ ফিফটি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply