চীন মার্কিন সম্পর্কের টানাপড়েনের মাঝেই মাস খানেক আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গেলেন বেইজিং সফরে। সেখানে প্রাধান্য পায় দু’দেশের সম্পর্কোন্নয়নের বিষয়টি। কথা হয়, নিয়মিত যোগাযোগের। এবার সেই প্রতিশ্রুতিকে আরও একধাপ এগিয়ে নিতে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানালো ওয়াশিংটন। খবর আল জাজিরার।
মঙ্গলবার (১ জুলাই) চীনের নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। জানায়, তারা আশা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী তাদের এই আমন্ত্রণ গ্রহণ করবেন।
এ দিন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাঙের জন্য ছিল। তবে আমরা এখন নব নিযুক্ত নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে আমন্ত্রণ জানাচ্ছি।
এর আগেও ওয়াং চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চীনা কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক দফতরের পরিচালক হিসেবে ছিলেন।
এটিএম/
Leave a reply