একজনের মৃত্যুও দুর্ভাগ্যজনক: মমতা

|

কলকাতায় মাঝেরহাট সেতু ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জানান, জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন, কীভাবে এমন ঘটনা ঘটেছে সেটা তদন্ত করা হবে। তবে, দার্জিলিং সফরে থাকায় সরেজমিন ঘটনা পরিদর্শনের সুযোগ পাননি তিনি।

মঙ্গলবার বিকালে দক্ষিণ শহরতলির মাঝেরহাটে একটি সেতু ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম।

ঘটনার সময় দার্জিলিংয়ে জিটিএ-র বৈঠক সেরে ফেরার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়। মমতা জানান, আামরা সকলেই ফিরে যেতে চাইছি। কিন্তু, এই মুহূর্তে এখান থেকে নীচে নামতেও তো ঘণ্টা চারেক সময় লাগবে। তার পর এখন আর কলকাতা ফেরার কোনও বিমান নেই। আমরা এখান থেকে পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছি। আমাদের মনটা ওখানে পড়ে রয়েছে।

মমতা বলেন, এক জনের মৃত্যুও দুর্ভাগ্যজনক। আমরা ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply