তারেক-জোবায়দার সাজা: ‘ফরমায়েশি ও বিচার বিভাগকে দলীয়করণের আরেকটি নজির’

|

তারেক রহমান ও জোবায়দা রহমানের দণ্ড অবৈধ সরকারের ফরমায়েশি রায়ের আরেকটি দৃষ্টান্ত। এই রায় বিচারবিভাগকে দলীয়করণের আরেকটি নিকৃষ্ট নজির বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, এই রায় সরকার প্রধানের হিংসাত্মক ও ব্যাক্তিগত আক্রোশের ফরমায়েশি রায়। এর মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে দেশের ভেঙে পড়া বিচারব্যবস্থা উন্মোচিত হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে নির্মূল করতে প্রধানমন্ত্রী হিংসার প্রয়োগে দ্বিধা করেননি। অবিলম্বে এই মিথ্যা মামলার সাজা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

সরকারের পদত্যাগের ১ দফার আন্দোলনে নস্যাৎ করতে এই রায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। জানালেন, এই রায় জনগণ ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply