জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার আবেদনের শুনানি ১০ আগস্ট

|

জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এই আবেদন আগামী বৃহস্পতিবার (১০ আগস্ট) আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে।

আবেদনটি দ্রুত শুনানির জন্য আজ বৃহস্পতিবার আপিল বিভাগের কাছে আইনজীবীরা আবেদন জানালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ কথা বলেন।

এর আগে, জামায়াতের নিবন্ধন বাতিল চাওয়া রিটকারী আইনজীবী আপিল বিভাগকে জানান, আগামীকাল ৪ আগস্ট জামায়াতে ইসলামী সমাবেশ করলে সেটি আদালত অবমাননা হবে। এ সময় আদালত অবমাননার বিষয়টি আবেদন আকারে উত্থাপনের পরামর্শ দেন আপিল বিভাগ।

গত মঙ্গলবার দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্তের আবেদন করেন জামায়াত সমর্থক ৪৭ নাগরিক। এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply