কসবায় মাটির নিচে বিকট শব্দে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মাটির নিচ থেকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খানসহ অন্যান্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টায় কসবা-চৌমুহনী সড়কের পাশে বিশাড়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকসানের ভয়ে চামড়া ব্যবসায়ীরা গত ঈদ উল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া না কেনায় গ্রামের সব কোরবানির পশুর চামড়া ঘটনাস্থলে মাটি চাপা দেয়া গ্রামবাসী। মাটিচাপা দেয়া চামড়া মাটির নিচে ধীরে ধীরে পঁচে গিয়ে বায়োগ্যাস তৈরি হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কসবা ফায়ার সার্ভিস কমকর্তা আবদুল্লাহ খালিদ বলেন, আগুন নেভানোর পরও মাটির নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেছে।

আর এটি চামড়া পঁচে তৈরি হওয়া বায়োগ্যাস নাকি প্রাকৃতিক গ্যাস সেটি খতিয়ে দেখতে সালদানদী ও বাখরাবাদ গ্যাসফিল্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, বলে জানিয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply