Site icon Jamuna Television

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

মেক্সিকোতে বাস দুর্ঘটনা নিয়মিত ঘটনা। ছবি: রয়টার্স

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ যাত্রী। দুর্ঘটনায় আরও ২২ জন গুরুতর আহত হয়েছে। খবর রয়টার্সের।

ফায়ার ব্রিগেড জানায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরের দিকে বারানকা ব্লাংকা এলাকায় ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ১৫৪ ফুট গভীর গিরিখাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে তিন শিশুসহ ১৮ আরোহী। বাকিদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাস চালককে আটক করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জানায়, বাসে সফররত আরোহীদের মধ্যে ছয়জন ভারতীয় পর্যটক ছিলেন। তারা তিজুয়ানার দিকে যাচ্ছিলেন। তাদের ভাগ্যে কি ঘটেছে, সেটা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও রাস্তার বেহাল দশার কারণেই এ দুর্ঘটনা।

উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। দেশটিতে অধিকাংশ সড়ক দুর্ঘটনা অতিরিক্ত গতি, গাড়ির খারাপ অবস্থা অথবা চালকের ক্লান্তির কারণে ঘটে থাকে। চলতি বছরে জুলাই মাসেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯ জনের।

/এএম

Exit mobile version