কিউবায় জনপ্রিয় হয়ে উঠছে ‘ব্যাম্বু’ সাইকেল

|

ছবি: সংগৃহীত

স্টিলের পরিবর্তে বাইসাইকেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে বাঁশ। ওজনে হালকা এবং টেকসই। এছাড়া পরিবেশবান্ধব হওয়ায় এ সাইকেলে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। সম্প্রতি কিউবায় জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ এ ‘ব্যাম্বু সাইকেল’। খবর রয়টার্সের।

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ভেলো কিউবা নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান বানাচ্ছে ভিন্নধর্মী এ বাহন। প্রকল্পে যুক্ত করা হয়েছে গৃহিণী নারী ও শ্রবণ প্রতিবন্ধীদের। স্বাবলম্বী বানানোর লক্ষ্যে তাদের শেখানো হচ্ছে ব্যতিক্রমী সাইকেল তৈরির প্রক্রিয়া।

ছবি: সংগৃহীত

উদ্যোক্তারা বলেন, কিউবায় ২৮ প্রজাতির বাঁশ রয়েছে। এরমধ্যে দুই থেকে তিন প্রজাতির বাঁশ এ সাইকেল তৈরিতে উপযোগী। এর আগে, আমরা শিশুদের জন্য সাইকেল বানালেও এবার প্রাপ্তবয়স্কদের জন্য বাইসাইকেল তৈরি করছি। এ বিশেষ প্রকল্পতে আমরা শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি।

বাঁশ দিয়ে সাইকেল তৈরি একটি টেকসই এবং পরিবেশবান্ধব পদ্ধতি। বিশ্বব্যাপী এই সাইকেল জনপ্রিয় করতে প্রচারণা চালানো হচ্ছে।

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বৈরি সম্পর্কের জেরে এমনিতেই বেশ নড়বড়ে কিউবার অর্থনীতি। করোনা মহামারিতে সংকট বেড়েছে আরও। উদ্যোক্তারা বলছেন, এ প্রকল্প দেশটির বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply