স্টিলের পরিবর্তে বাইসাইকেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে বাঁশ। ওজনে হালকা এবং টেকসই। এছাড়া পরিবেশবান্ধব হওয়ায় এ সাইকেলে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। সম্প্রতি কিউবায় জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ এ ‘ব্যাম্বু সাইকেল’। খবর রয়টার্সের।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ভেলো কিউবা নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান বানাচ্ছে ভিন্নধর্মী এ বাহন। প্রকল্পে যুক্ত করা হয়েছে গৃহিণী নারী ও শ্রবণ প্রতিবন্ধীদের। স্বাবলম্বী বানানোর লক্ষ্যে তাদের শেখানো হচ্ছে ব্যতিক্রমী সাইকেল তৈরির প্রক্রিয়া।
উদ্যোক্তারা বলেন, কিউবায় ২৮ প্রজাতির বাঁশ রয়েছে। এরমধ্যে দুই থেকে তিন প্রজাতির বাঁশ এ সাইকেল তৈরিতে উপযোগী। এর আগে, আমরা শিশুদের জন্য সাইকেল বানালেও এবার প্রাপ্তবয়স্কদের জন্য বাইসাইকেল তৈরি করছি। এ বিশেষ প্রকল্পতে আমরা শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি।
বাঁশ দিয়ে সাইকেল তৈরি একটি টেকসই এবং পরিবেশবান্ধব পদ্ধতি। বিশ্বব্যাপী এই সাইকেল জনপ্রিয় করতে প্রচারণা চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সাথে বৈরি সম্পর্কের জেরে এমনিতেই বেশ নড়বড়ে কিউবার অর্থনীতি। করোনা মহামারিতে সংকট বেড়েছে আরও। উদ্যোক্তারা বলছেন, এ প্রকল্প দেশটির বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখবে।
এএআর/
Leave a reply