পান্না কায়সারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

|

পান্না কায়সার। ছবি: সংগৃহীত

শহিদ জায়া পান্না কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্না কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী ছিলেন। তিনি অভিনেত্রী শমী কায়সারের মা। পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য তাকে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।

শহীদুল্লা কায়সার ও পান্না কায়সার। ছবি: সংগৃহীত

পান্না কায়সার শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। ১৯৯০ সালে তিনি এ সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন।

পান্না কায়সারের সাহিত্যকর্ম:

মুক্তিযুদ্ধ: আগে ও পরে (১৯৯১)
মুক্তি (১৯৯২)
নীলিমায় নীল (১৯৯২)
হৃদয়ে বাংলাদেশ (১৯৯৩)
মানুষ (১৯৯৪)
অন্য কোনখানে (১৯৯৪)
তুমি কি কেবলি ছবি (১৯৯৪)
রাসেলের যুদ্ধযাত্রা (১৯৯৪)
দাঁড়িয়ে আছ গানের ওপারে (১৯৯৪)
আমি (১৯৯৪)
না পান্না না চুনি (১৯৯৫)
অন্য রকম ভালোবাসা (১৯৯৫)
সুখ (১৯৯৫)

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply