রাজধানীর দুই হাসপাতালে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

|

প্রতীকী ছবি।

শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর দুই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দুই রোগী। এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম নিয়ে এক মধ্য বয়সী রোগী মারা যান ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে।

মুগদা হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৯ জন। সেখানে মোট রোগীর সংখ্যা এখন ৫০১। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে একদিনে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৯ জন। ছাড় পেয়েছেন ৮৬ রোগী। ২৮৫ জনের চিকিৎসা চলছে ওই হাসপাতালে। প্রাণ গেছে একজনের।

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হয়ে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। চলতি মাসের প্রথম চার দিনেই সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। প্রাণ গেছে ৪২ জনের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply