অস্ত্রবিরতিতে সম্মত লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো

|

ত্রিপলিতে ১০ দিনের রক্তক্ষয়ী সহিংসতার পর অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো। মঙ্গলবার লিবিয়ার জাতিসংঘ মিশনের প্রধান ঘাসান সালামির মধ্যস্থতায় অস্ত্রবিরতির চুক্তিতে স্বাক্ষর করে বিদ্রোহীরা।

সংঘাতের অবসান, বেসামরিক জানমালের সুরক্ষা এবং মিতিগা বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর নিশ্চয়তা দেয়া হয় চুক্তিতে। গত ২৭ আগস্ট ত্রিপলির দক্ষিণাঞ্চল থেকে সংঘাত শুরু হয়। আধিপত্য বিস্তার ও প্রতিদ্বন্দ্বীদের উৎখাতের লক্ষ্যে অভিযান শুরু করে সেভেন্থ ব্রিগেড নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। পরে তা রূপ নেয় বহুমুখী লড়াইয়ে। সংঘাতে জড়ায় সরকারি বাহিনীও।

সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৬১ জনের। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৮শ’ পরিবার। রাজধানী ত্রিপলির নিয়ন্ত্রণ লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের হাতে থাকলেও দেশের বাকি অংশের প্রায় পুরোটাই কার্যত বিদ্রোহীদের দখলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply