ইউক্রেনের লুহানস্কে রাশিয়ার গ্রাম দখল

|

ইউক্রেনের লুহানস্কে আরও একটি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার (৫ আগস্ট) এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

জানায়, বিশাল বহর নিয়ে অঞ্চলটিতে হামলা চালায় মস্কোর সেনারা। লিম্যানে ইউক্রেনের পুনরুদ্ধারকৃত এলাকার খুব কাছাকাছি গ্রামটির অবস্থান। কুপিয়ানস্কে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির কথা জানিয়েছে ক্রেমলিন। হামলা হয় একটি রক্তদান কেন্দ্রেও। দোনেৎস্কে মস্কোর ছোড়া গোলার আঘাতে বিধ্বস্ত ও আগুন ধরে যায় একটি বিশ্ববিদ্যালয় ভবনে। তবে ইউক্রেনের ছোঁড়া ক্লাস্টার বোমার আঘাতেই ভবনটি ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি মস্কো সমর্থিত স্থানীয় প্রশাসনের।

বিভিন্ন ফ্রন্টলাইনে কিয়েভ বাহিনীর ১৫টি রকেট ও ২৮টি ড্রোন ভূপাতিতের দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া বাখমুত, মেলিটোপোল ও বারদিয়ানস্কে অগ্রসরের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply