বরিশাল ব্যুরো:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক ছাত্রাবাসে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ হামলায় আহত হয়েছে ৭ জন শিক্ষার্থী। আহতদের শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু এবং শেরে বাংলা হলে আকস্মিক হামলা চালায় হেলমেটধারী ও বহিরাগত সন্ত্রাসীরা। এসময় তারা হলে ঢুকে ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মারধর শুরু করে। এতে সাতজন আহত হয়েছে। আহতরা সবাই ছাত্রলীগ নেতা রক্তিম-বাকি গ্রুপের সদস্য।
আহতদের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেয়র সাদিক আব্দুল্লাহ’র অনুসারী কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এ হামলা চালিয়েছে। তারা হেলমেটের পাশাপাশি মাক্সও পরে ছিল বলে জানিয়েছে ভুক্তভোগীরা। এসময় তাদের হাতে ধারালো অস্ত্র এবং লাঠিসোটাও ছিলো।
এঘটনার পর ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এসজেড/
Leave a reply