বিশ্বকাপ শুরুর পূর্বে ইডেনের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং আতিথেয়তা খতিয়ে দেখতে শনিবার (৫ আগস্ট) ইডেন পরিদর্শনে এসেছিল আইসিসির ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। এই দলে ১১ জন আইসিসির সদস্য ছিলেন। আর বাকি ৭ জন ছিলেন বিসিসিআই এবং সম্প্রচারকারী সংস্থার সদস্য। সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখে আইসিসির এই প্রতিনিধি দল সন্তুষ্ট হয়েছে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ইডেন গার্ডেনস পরিদর্শনে এই ১৮ সদস্যের প্রতিনিধি দল ছোট ছোট তিনটি দলে ভাগ হয়ে যায়। একটি দল পরিকাঠামো, একটি দল নিরাপত্তা এবং অপর একটি দল আতিথেয়তা দেখেছে খুঁটিয়ে খুঁটিয়ে। বিশ্বকাপে যে ক্রিকেট সমর্থকেরা ইডেন গার্ডেনসে খেলা দেখতে আসবেন, তাদের যেন কোনোরকম অসুবিধা না হয়, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
সিএবি কর্তাদের দাবি, আগামী ৩১ আগস্টের মধ্যেই যাবতীয় সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। আইসিসির রুটিন ভিজিটের অংশ ছিল এটি। সিএবি কর্তারা পরিদর্শকদের সামনে একটি ১২ মিনিটের প্রেজেন্টেশন ভিডিও দেখিয়েছেন। সেখানেই প্রতিটা ম্যাচ কীভাবে আয়োজন করা হবে, নিরাপত্তাজনিত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছ- যাবতীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
/এম ই
Leave a reply