এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ

|

ফাইল ছবি।

সিঙ্গাপুরে এস আলম গ্রুপের টাকা পাচার হয়েছে কি না, তা অনুসন্ধান করতে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) দুই মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সিঙ্গাপুরে শিল্প প্রতিষ্ঠানটির বিলিয়ন ডলার পাচার নিয়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন রোববার (৬ আগস্ট) সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের হাইকোর্ট বেঞ্চে নজরে আনেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

পরে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীরা আদালতে বলেন, ব্যবসায়ীরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কথা; সেখানে তারা সিঙ্গাপুরে টাকা পাচার করছেন। আদালতও এ সময় টাকা পাচারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন। আর এ নিয়ে অনুসন্ধান করতে রুল জারি করেন হাইকোর্ট।

একইসঙ্গে সিঙ্গাপুরে পাঠানো টাকা বৈধ প্রক্রিয়ায় হয়ে থাকলে সেটাও তথ্য-প্রমাণসহ আদালতকে জানাতে এস আলম গ্রুপকে নির্দেশ দেয়া হয়। ওই দৈনিককেও প্রতিবেদনের তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করতে বলেছেন হাইকোর্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply