নতুন মৌসুম শুরুর আগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে লন্ডনের ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক রবার্তো সানচেজ। সাত বছরের চুক্তিতে সানচেসের যোগ দেওয়ার বিষয়টি শনিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে জানায় চেলসি।
ইএসপিএনের এক প্রতিবেদন অনুযায়ী, ২ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি। চলতি গ্রীষ্মের দলবদলে চেলসি ছেড়ে সৌদি ক্লাব আল আহলিতে নাম লেখান গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। তার জায়গায় মওরিসিও পচেত্তিনোর দলে যোগ দিলেন সানচেজ। একাদশে জায়গার জন্য তাকে লড়তে হবে আরেক স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগার সঙ্গে।
২০১৩ সালে ব্রাইটনের একাডেমিতে যোগ দেন সানচেজ। ক্লাবটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন ৮৭টি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি ম্যাচ খেলেন তিনি। স্পেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন সানচেজ।
আরও পড়ুন: দ্বিতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডার হয়ে ম্যান সিটিতে গার্দিওল
/এম ই
Leave a reply