জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতের ৮৫টি প্রতিষ্ঠান। বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত বিমসটেক এনার্জি সম্মেলনে অংশ নিয়ে এসব খাতে ১৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেন ঢাকা সফররত ভারতীয় প্রতিনিধি দল।
রাজধানীর একটি হোটেলে রোববার (৬ আগস্ট) শুরু হয়েছে তিন দিনের এই সম্মেলন। এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার, মায়ানমারের এম্বাসেডর ও ভুটান দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স।
প্রতিবছর ভারতে চিকিৎসা নিতে গিয়ে বাংলাদেশিরা ৫১০ মিলিয়ন ডলার খরচ করে। ২০২১ সালেও ভারতে চিকিৎসা নিয়েছে ২৭ লাখ বাংলাদেশি। তাই বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নতিতে বিনিয়োগ করতে চায় ভারত। এ লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা সিলেটে ১ হাজার কোটি টাকা ব্যয়ে আগামী ৫ বছরের মধ্যে একটি হাসপাতাল নির্মাণের কথা জানান ভারতীয় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
/এমএন
Leave a reply