কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে মেসির মায়ামি

|

ছবি: সংগৃহীত

টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে লিগস কাপের শেষ ষোলেতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। যেখানে মায়ামির হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। লিগস কাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল (সোমবার) ভোরে এফসি দালাসের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির দল।

টেক্সাসের দ্য টয়োটা স্টেডিয়ামে এফসি দালাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি শুরু হবে সোমবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়। ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমিদের আগ্রহের শেষ নেই। ইএসপিএন এর সূত্র মতে, মাত্র ১০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।

ইন্টার মায়ামির জার্সিতে ম্যাচটি মেসির জন্য নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। মিয়ামির জার্সিতে তিন ম্যাচে ৫ গোল করেছেন মেসি, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্টও। প্রথম ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি, পরের দুই ম্যাচে করলেন জোড়া গোল। মেসি তিনটি ম্যাচই খেলেছেন মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে।এবার মেসির সামনে নতুন চ্যালেঞ্জ, মিয়ামির জার্সিতে প্রথমবারের মতো প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছেন।

দালাসের বিপক্ষে জিতলেই লিগস কাপের শেষ আটে পৌঁছে যাবে মিয়ামি। ঘরের মাঠের মতো প্রতিপক্ষের মাঠেও মেসি জ্বলে উঠতে পারেন কি না সেটিই এখন দেখার বিষয়।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply