মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার পরিবেশন, মহেশপুরে দুই হোটেলকে জরিমানা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই হোটেলে অভিযান পরিচালনা করে ২৮ হাজার টাকা জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (৬ আগস্ট) দুপুরে হোটেল কপোতাক্ষকে ১৮ হাজার এবং বিসমিল্লাহ হোটেল অ্যান্ড স্ন্যাক্স হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় এসব হোটেলে মেয়াদোত্তীর্ণ কোমল পানি, খোলা লবণ, বাসি খাবার ও বিভিন্ন কেমিকেল রং পাওয়া যাওয়ায় জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply