৭৮তম হিরোশিমা দিবস স্মরণ করলো জাপান

|

হিরোশিমায় পরমাণু বোমা বিস্ফোরণে সৃষ্ট 'মাশরুম ক্লাউড'। ছবি: সংগৃহীত

নানা আনুষ্ঠানিকতায় ৭৮তম হিরোশিমা দিবস স্মরণ করলো জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আজকের দিনে দেশটির এই শহরে পরমাণু বোমা ফেলেছিলো যুক্তরাষ্ট্র।

বোমা হামলার সময় অনুসারে সকাল ৮টা ১৫ মিনিটে ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে শুরু হয় স্মরণসভা। এর পর এক মিনিট নীরবতা পালন করেন হিরোশিমা মেমোরিয়ালে উপস্থিত সবাই। সেই কাতারে ছিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং শহরের মেয়র কাজুমি মাতসুই। অনুষ্ঠানে রাখা ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে পারমানবিক অস্ত্র ধ্বংসের আহ্বান জানান তারা। বলেন, শক্তিমত্তা প্রদর্শনের জন্য অস্ত্রভাণ্ডারে পরমাণু বোমা রাখাটা মূর্খতা।

প্রসঙ্গত, ১৯৪৫ সালের ৬ আগস্ট সোয়া ৮টায় আমেরিকার প্রথম পরমাণু বোমা ‘লিটল বয়’ আছড়ে পড়ে হিরোশিমায়। এতে মাশরুম ক্লাউড সৃষ্টি হয়। এ পরমাণু বোমা হামলায় কার্যত ধ্বংস হয়ে যায় জাপানের এই শহর। পরমাণু বোমা ‘লিটল বয়’ বিস্ফোরিত হলে জাপানে এক লাখ ৪০ হাজার মানুষের প্রাণ যায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply