লিটনের সারেকে হারিয়ে গ্লোবাল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন মন্ট্রিয়াল টাইগার্স

|

ছবি: সংগৃহীত

গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে লিটন দাসের সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়াল টাইগার্স। জাগুয়ার্সের দেয়া ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় মন্ট্রিয়াল।

রোববার (৬ আগস্ট) ব্রাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু পায় জাগুয়ার্স। ৩৫ রানে প্রথম উইকেটের পতন হয় ২৩ রান করে মোহাম্মদ হারিস ফিরলে। সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১২ রান করে ফেরেন তিনি। তবে আরেক ওপেনার জতিন্দর সিং অপরাজিত থাকেন ৫৬ রান করে। শেষ দিকে আয়ান খানের ১৫ বলে ২৬ রানের ইনিংসে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানে থামে জাগুয়ার্সের ইনিংস।

জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় মন্ট্রিয়াল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬১ রানে চতুর্থ ব্যাটারকে হারায় দলটি। তবে রাদারফোর্ডের ৩৮ ও আন্দ্রে রাসেলের ৬ বলে ২০ রানে শেষ বলে জয় তুলে নেয় মন্ট্রিয়াল। চ্যাম্পিয়ন দলটির হয়ে আসরের শুরুর দিকে খেলেছিলেন সাকিব আল-হাসান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply