ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ৩ ফিলিস্তিনি

|

ইসরায়েলের হাতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার স্থানে গোলাপ ফুল রাখছেন শোক প্রকাশকারীরা। ছবি: এএফপি

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে প্রাণ গেলো ৩ ফিলিস্তিনির। সোমবার (৭ আগস্ট) ভোরে বিষয়টি নিশ্চিত করে ইহুদি সেনাবাহিনী। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রোববার (৬ আগস্ট) জেনিন শরণার্থী ক্যাম্পের কাছেই একটি গাড়ির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়। তাদের থামার জন্য সংকেত দিলেও শোনেনি। ধারণা, হামলার পরিকল্পনা করছিল তারা। পরে গুলি ছোঁড়া হলে ঘটনাস্থলেই প্রাণ যায় ৩ ফিলিস্তিনি আরোহীর। ইসরায়েল নিহতদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে ২৬ বছরের নাঈফ আবুকে। বাকিরাও উগ্রপন্থী সংগঠনের সাথে জড়িত বলে তারা জানায়।

হামাসের সংবাদ সংস্থা কুদ্‌স নিউজ নেটওয়ার্কের মতে, প্রায় ১০০ বুলেট ছোঁড়া হয়েছে গাড়িতে। এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। শিগগিরই পাল্টা জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত মাসে জেনিন ক্যাম্পে সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় ইসরায়েল। চলতি বছর ইহুদি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply