২০০ ফুট উঁচুতে গিয়ে আচমকাই বিকল হয়ে গেলো রোলার কোস্টার। পর্যটকদের নিয়ে ৯০ ডিগ্রি কোণে ঝুলছিল সেটি। আতঙ্কিত হয়ে চিৎকার করছিল সেটিতে থাকা পর্যটকরা। শেষমেশ অনেক চেষ্টার পর তাদের উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহায়ো’র স্যানডাস্কির পার্ক সিডার পয়েন্টে। এই পার্কে ম্যাগনাম এক্সএল-২০০ নামে ২০০ ফুটেরও বেশি উঁচু রোলার কোস্টারে ঘটে এ ঘটনা। উচ্চতার কারণে এই রোলার কোস্টারের নাম রয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও।
জানা গেছে, সম্প্রতি পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করে এই রোলার কোস্টার। কিন্তু ২০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ যান্ত্রিক গোলোযোগের কারণে ৯০ ডিগ্রি কোণে আটকে যায় সেটি। ফলে সাথে সাথেই আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। পরে অনেক ক্ষণের চেষ্টায় তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। প্রায় ২০০ ধাপের সিঁড়ি বেয়ে নামতে হয় পর্যটকদের।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পার্ক কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। তবে এর পেছনে আর কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এসজেড/
Leave a reply