দক্ষিণ ও মধ্যাঞ্চলের কয়েকটি শহরে পানিবন্দি মানুষ

|

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে।

টানা বর্ষণে বরিশাল শহর জলাবদ্ধ হয়ে পড়েছে। বেশিরভাগ এলাকায় পানি উঠে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছে শহরবাসী। কোথাও গতরাত থেকে একটানা, কোথাও আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে বাড়ি ঘর ও রাস্তাঘাটের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

এদিকে, জলাবদ্ধতার কবলে ঝালকাঠি, পটুয়াখালী, কুমিল্লাসহ বেশকিছু জেলা শহর। জোয়ার ও বৃষ্টির পানিতে ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ। তাতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। সুগন্ধা, বিষখালী নদীতে আশঙ্কাজনক হারে পানি বাড়ছে।

এছাড়া, বিপদসীমা অতিক্রম করেছে মুহুরী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। এতে তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ছে। গত চারদিন ধরে পানিবন্দি হচ্ছে নতুন নতুন এলাকার বাসিন্দা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply