শান্তি আলোচনার পরদিনই রুশ কারাগার থেকে ফিরলো ২২ ইউক্রেনীয় সেনা

|

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে জেদ্দায় আয়োজিত শান্তি আলোচনা শেষ হয়েছে রোববার (৬ আগস্ট)। এর পরদিনই রুশ কারাগার থেকে ফিরিয়ে আনা হলো ২২ জন ইউক্রেনীয় সেনা সদস্যকে। দুই দেশের মধ্যকার বন্দি বিনিময় প্রক্রিয়ার আওতায়ই সোমবার (৭ আগস্ট) তাদেরকে ফিরিয়ে আনা হয়। খবর রয়টার্সের।

এ নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আন্দ্রে ইয়ারমাক বলেন, যারা ফিরে এসেছেন তাদের মধ্যে দুজন অফিসার, সার্জেন্টসহ উচ্চ পদস্থ সেনা সদস্য রয়েছেন। তারা বিভিন্ন রণক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আহতও আছেন।

আন্দ্রে ইয়ারমাক আরও বলেন, ফিরে আসা ইউক্রেনীয়দের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ সেনা সদস্যের বয়স হলো ৫৪ বছর আর সবচেয়ে কম বয়সের সেনা সদস্যের বয়স ২৩ বছর।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের পতাকা হাতে উল্লাস করছেন কয়েকজন সেনা সদস্য। তারা প্রত্যেককেই ইউক্রেনের পক্ষে জয়ধ্বনি দিতে শোনা যায়। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিক তথ্য প্রকাশ করেনি ইউক্রেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply