সাইবার নিরাপত্তা আইন যেন মত প্রকাশে বাধা না হয়: টিআইবি

|

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) সংশোধন করে নতুন যে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হচ্ছে, তা যেন কোনোভাবেই স্বাধীন মত প্রকাশে বাধা না হয়, তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংস্থাটি। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে মন্ত্রিসভার সিদ্ধান্তকে এই বিজ্ঞপ্তিকে ‘সতর্ক সাধুবাদ’ জানিয়েছে টিআইবি। একইসঙ্গে নতুন আইনটি প্রণয়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের নিবিড়ভাবে সম্পৃক্ত করার তাগিদ দিয়েছে টিআইবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সাইবার নিরাপত্তা আইন যেন শুধুমাত্র সাইবার অবকাঠামোর নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং স্বাধীন ও ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে বাধা না হয়, তা নিশ্চিত করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply