রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ দরপতন রুবলের

|

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ দরপতন ঘটলো রুবলের। সোমবার (৭ আগস্ট) ডলারের বিপরীতে রুশ মুদ্রার মান দাঁড়ায় ৯৬ রুবল। খবর সংবাদ সংস্থা এপি’র।

বাজার বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মু্দ্রার ব্যাপক চাহিদার কারণেই এ দরপতনের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে ডলার এবং ইউরোর বিপরীতে ৪ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে রুশ মুদ্রাটি। ২০২২ সালের মার্চের পর যা সর্বনিম্ন। রফতানি আয়ের ধীরগতি এবং আমদানি বৃদ্ধিই দরপতনের প্রাথমিক কারণ হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে।

এ ব্যাপারে রুশ অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে রুবলের পতন ঠেকানো সম্ভব। একই সাথে, আমদানি নিয়ন্ত্রণ করেও মুদ্রার মান বাড়ানো যাবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক অবশ্য এ অবস্থাকে ঝুঁকি হিসেবে দেখছে না। তারা জানিয়েছে, রুবলের অবমূল্যায়ন বাণিজ্যিক ভারসাম্য পরিবর্তনের ফলাফল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply