আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম-বরিশালে বৃষ্টি কমবে, তবে ভূমিধসের আশঙ্কা

|

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টি কমবে। তবে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির।

আবহাওয়া অফিস জানিয়েছে, জুলাই ও আগস্টে সাধারণত জোয়ার-ভাটার উচ্চতা অধিক থাকে, আর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই চট্টগ্রামের এমন জলাবদ্ধতা।

এদিকে, মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পরবর্তী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্ট্রি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply