মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারি বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৩ জন নেতা কর্মীদের আটক করেছে গাংনী থানা পুলিশ। তাদের কাছ থেকে ১৩ টি হাতবোমা ও ৬০ টি চকলেট বোমা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে পুলিশের একাটি টিম মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালান। গ্রেফতারকৃতদের মধ্যে কাজীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খবির উদ্দিন রয়েছেন।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ জানিয়েছেন, গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকার বিরোধি নাশকতার পরিকল্পনা করছিল আসামিরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১৩ টি হাতবোমা ও ৬০ টি চকলেট বোমা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে বেলা ১০ টার দিকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a reply