যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ২ জনের প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। এখন পর্যন্ত ২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ৭ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন। খবর নিউইয়র্ক টাইমসের।

ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইটের তথ্য অনুসারে- বাতিল করা হয়েছে ১৭শ’ ফ্লাইট। আরও ৮ হাজার বিমান ফ্লাইটের চলাচলে বিঘ্ন ঘটেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আলাবামা থেকে নিউইয়র্ক পর্যন্ত ছিল টর্নেডোর গতিপথ। এসময়, ঝড়ো হাওয়াসহ হয় ভারি বৃষ্টিপাত। কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টির খবরও মিলেছে।

আগামী দু’দিন আরও কিছু ঘূর্ণিঝড় এলাকাগুলোয় আঘাত হানতে পারে- রয়েছে এ পূর্বাভাস। সেগুলোর ঘূর্ণণবেগ ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। এদিকে, যুক্তরাষ্ট্রের দক্ষিণের রাজ্যগুলো পুড়ছে তীব্র দাবদাহে। মঙ্গলবারও ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply