মেসির পর এমবাপ্পেকেও চায় এমএলএস

|

ছবি: সংগৃহীত

এক সময়ের আপাত অসম্ভবকেই সম্ভব করে লিওনেল মেসিকে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়ে এসেছে ইন্টার মায়ামি। মেসির আগমনের পর সংক্ষিপ্ত সময়েই পাল্টে গেছে যুক্তরাষ্ট্রে ফুটবলের জোয়ার। ক্লাবগুলোর অবকাঠামো, পৃষ্ঠপোষকতা, সমর্থকদের উন্মাদনা, নতুন সমর্থক সৃষ্টি, জার্সি রেকর্ড, পথের দুইপাশে মেসির ম্যুরাল-গ্রাফিতিতে অবস্থার পরিবর্তন ঘটেছে এতটাই যে, এবার কিলিয়ান এমবাপ্পেকেও নিয়ে আআসতে চায় এমএলএস। সেটা সংক্ষিপ্ত এবং দীর্ঘ- দুইভাবেই হতে পারে। গোল ডটকমের খবর।

পিএসজির সাথে সম্পর্কের টানাপোড়েনে আছেন এমবাপ্পে। চুক্তির আরও এক বছর বাকি থাকলেও তার মেয়াদ আর বাড়াবেন না বলে জানিয়েও দিয়েছেন। তবে, এক বছর পর বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে ফ্রি ট্রান্সফারে ছাড়তে নারাজ পিএসজি। ক্লাবটির সাথে ট্রেনিংয়েও নেই এমবাপ্পে। যাননি প্রাক মৌসুম সফরে। পার্ক দে প্রিন্সেস থেকেই এমবাপ্পের ছবি সরিয়ে ফেলার খবর প্রকাশিত হয়েছে ফরাসি গণমাধ্যমে। দ্য ডেইলি রেকর্ড জানিয়েছে, ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির দুর্দান্ত সফল সূচনার পর এবার অন্তত এক বছরের জন্য এমবাপ্পেকেও চাইছে এমএলএস।

আড়াই বছরের জন্য ইন্টার মায়ামির সাথে চুক্তি করেছেন মেসি। স্পোর্টিকো জানিয়েছে, ১১৭ মিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যের সেই চুক্তির সাথে আছে লিগ পার্টনার অ্যাপল, অ্যাডিডাস ও ফ্যানাটিকের সাথে লভ্যাংশ। এর আগে কখনোই কোনো ফুটবলারের সাথে এ ধরনের চুক্তি হয়নি। মেসি যদি প্রথম হয়ে থাকেন, এমবাপ্পেও হতে পারেন দ্বিতীয় ব্যক্তি! অন্তত এমএলএস তেমনটি ভাবছে বলেই প্রতিবেদনে জানিয়েছে ফরাসি গণমাধ্যম লে’কিপ।

বলা হয়েছে, এমবাপ্পেকে সংক্ষিপ্ত ও দীর্ঘ- দুই মেয়াদেই প্রস্তাব দেয়া হবে যুক্তরাষ্ট্রের লিগে আসার জন্য। এখনও চ্যাম্পিয়নস লিগের স্বাদ না পাওয়া এই ফরাসি তারকার জন্য ইউরোপে খেলাই অগ্রাধিকার পাবে। আর, রিয়াল মাদ্রিদ যেহেতু এক মৌসুম অপেক্ষা করলেই এমবাপ্পেকে ফ্রি ট্রান্সফারে নিয়ে আসতে পারছে, মাঝের এক বছরের জন্য তাই এমবাপ্পে পেতে পারেন এমএলএসে খেলার প্রস্তাব। ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে যেন যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন করেন এমবাপ্পে, সম্পর্ক প্রতিষ্ঠার পর এই আস্থার ভিত্তিও রচনা করতে চায় এমএলএস।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply