লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএলে) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে দারুণ ছন্দে আছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ২২ গজে যখন হাসছে বাবরের ব্যাট, কমেন্ট্রি বক্সে তখন মুগ্ধ হয়ে সেই ব্যাটিং উপভোগ করছেন স্বদেশী সাবেক ক্রিকেটার রমিজ রাজা। বাবরের এমন পারফরমেন্সের প্রশংসা করতে গিয়ে বিশেষণ হারিয়ে ফেলেন এই কিংবদন্তি। রমিজ রাজা বলেন, আমি স্রেফ তাকে ভালবাসি, তাকে বিয়ে করতে চাই। খবর হিন্দুস্তান টাইমসের।
সোমবার (৭ আগস্ট) গল টাইটান্সের বিপক্ষে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে তাণ্ডব চালিয়েছেন বাবর। খেলেছেন ৫৯ বলে ১০৪ রানের ম্যাচজয়ী ইনিংস। তার অপরাজিত সেঞ্চুরিতেই এক বল হাতে রেখে জয়ের বন্দরে পা রাখে কলম্বো।
বাবরের পারফরমেন্স দেখে প্রশংসার কমতি রাখেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। বাবরের প্রশংসা এর আগে করেননি এমন নয়। তবে তিনি হয়তো প্রশংসা করতে গিয়ে একটু বেশিই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন এবার। তাইতো বাবরকে সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়ে ফেলেছেন রমিজ রাজা।
রমিজ রাজা বলেন, নিরাপত্তা, ক্লাস, মান, শান্ত থাকা—এমন পরিস্থিতিতে বাবরই একমাত্র ব্যাটার, যে ইনিংসকে টেনে নিতে পারবে। আমি স্রেফ তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই।
অবশ্য রমিজ যে বাবরের প্রশংসা বাড়িয়ে করেছেন, সেটি বলা যাবে না। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাবরের এটি দশম সেঞ্চুরি। ক্রিস গেইলের পর এ সংস্করণে একমাত্র ব্যাটার হিসেবে কমপক্ষে ১০টি সেঞ্চুরি বাবরের দখলে।
/আরআইএম
Leave a reply