সাইবার নিরাপত্তা আইন (মন্ত্রিসভায় অনুমোদন) ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা।
বুধবার (৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, বর্তমান সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে এই আইন করেছে। সাংবাদিকদের কলম থামাতে তারা এই কালাকানুন ব্যবহার করছে। যা জাতির জন্য লজ্জাজনক। বারবার আইনটি বালিত করার কথা বলা হলেও সরকার তা পরিবর্তন করেছে। যা দেশের জনগণের সাথে তামাশার সামিল। তাই অবিলম্বে এই কালো আইন বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
/এমএন
Leave a reply