নির্বাচন থেকে আমাকে দূরে রাখতে বিচারের নামে প্রহসন চালাচ্ছেন বাইডেন: ট্রাম্প

|

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

একের পর এক অভিযোগ দায়েরের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, শুধুমাত্র নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই বিচারের নামে প্রহসন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার দুর্নীতিবাজ রাজনৈতিক প্রতিপক্ষ কুটিল জো বাইডেন নির্বাচনী প্রচারণার সময়ে কীভাবে আমাকে বিচারের মুখোমুখি করতে পারেন? আমাকে এই জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রচারণা থেকে দূরে থাকতে হচ্ছে। সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

তিনি আরও বলেন, তারা কেন এটি নির্বাচনের দুই-আড়াই বছর আগে করলো না? নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কেন অপেক্ষা করলো, প্রশ্ন রাখেন ট্রাম্প। এ সময় এসবের নেপথ্যে যারা কাজ করছেন, তাদের অসুস্থ বলেও অভিহিত করেন এ রিপাবলিকান নেতা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply