ড্রিমলাইনার ‘আকাশবীণার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|

বাংলাদেশ বিমানের সেবার মাধ্যমে বিদেশে যেন বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল হয় সেদিকে গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিমানবন্দরগুলোতে নিরাপত্তা বিষয়ে জিরো টলারেন্স দেখাতে হবে বলেও জানিয়েছেন তিনি।

সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন ড্রিমলাইনার ৭৮৭ আকাশবীণার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর ও আকাশপথের সেবার প্রবাসীদের প্রতি বিমানকর্মীদের আরো আন্তরিক হবার পরামর্শ দেন শেখ হাসিনা। দেশের অভ্যন্তরে ও বাইরে যোগাযোগ আরো সহজ করতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলোর আধুনিকীকরণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দক্ষিণাঞ্চলের যোগাযোগে আরো উন্নত করতে বাগেরহাটে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ করা হবে।

এছাড়া, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে আরো আধুনিক করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply